সারনাথ বন্দ্যোপাধ্যায়
- সারনাথ বন্দ্যোপাধ্যায় গ্রাফিক নভেলিস্ট, শিল্পী, লেখক, চিত্র পরিচালক; কমিক্স প্রকাশনা সংস্থা ফ্যান্টমভিল-এর প্রতিষ্ঠাতা; ক্রমবিবর্তনশীল ভারতের বদলের রসিক পরিদর্শক। লিখেছেন 'করিডোর' এবং 'দ্য বার্ন আউলস ওয়ান্ডারাস কেপারস'-এর মতো প্রশংসিত গ্রাফিক নভেল। তাঁর প্রকল্প 'গ্যালারি অফ লুজার্স' ২০১২ লন্ডন অলিম্পিক্স-এর সময়ে শহরের ছ'টি আয়োজনকারী এলাকায় প্রদর্শিত হয়।
পৃষ্ঠা of (3 posts)
Rate us on Google Rate us on FaceBook