
এক শালিক: পর্ব ৪
অনেকেই মনে করেন, এখন মানুষ জাতিটা যে এতটা অসহ্য হয়ে উঠেছে, তার প্রধানতম কারণ এই সোশ্যাল মিডিয়ার বিস্ফোরণ! সোশ্যাল মিডিয়াই শিখিয়েছে, জীবনের প্রতিটা মুহূর্ত নথিবদ্ধ করে রাখা সকলের একমাত্র কর্তব্য। ‘প্রাইভেসি’ কথার অর্থ এখন, আমি Pry করব আর তুমি ভেসে যাবে!