বিল্বপত্র
১.
ঘাড় গলা উঁচিয়ে অথবা আলতো ঘুরিয়ে দেখবে
আমাদের মৃৎধাতব চাকা
২.
বিন্দু বিন্দু প্রজাপতি ওড়ে অনেকদিনের ঘামে
সমুদ্রে যাব
৩.
মাতাল সমুদ্রস্নান করেছিলাম বারোজন
কিনেছি জিপ জ্যাকেট
৪.
হতেও তো পারে শহর জুড়ে বিপদসঙ্কেত বাজবে
পিচরাস্তায় শুকনো পাতার ঢল
৫.
বৃত্ত টেনেছি চারদিকে
কেন্দ্রে থাকে পাখি
৬.
গলা শুকিয়ে এলেই গ্রহণ লাগে
বিন্দুসারই সন্ত
৭.
ফসলি পট পোয়াতি হয় ফি বছর
হাড়গোড় ভেদবমি করে
৮.
শীতের ওমে থাকতে পারি না কজন
আলগোছে ধুলো জমে
৯.
ন্যাড়া আকাশে তারা গুনে শুয়ে পড়ে কজন
মাংস ঘিলু নাড়িভুড়ি ছড়িয়ে
১০.
কী চায় দেশলাইবাক্স মথ
সূর্যস্নান করবে তথাগত
১১.
একটা মিশকালো নেকড়ে মই বেয়ে পিঠে চড়ে
অস্থাবর ও অন্যান্যরা গড়িয়ে পড়ে
১২.
অদ্ভুত বাউল আর অন্নপূর্ণা খাপছাড়া
পূর্ণ হল জ্যোৎস্না