‘36 চৌরঙ্গি লেন’ তাঁর নির্দেশিত প্রথম ছবি। পরবর্তী সময়ে একে-একে দর্শককে তিনি উপহার দিয়েছেন ‘পরমা’, ‘যুগান্ত’, ‘দ্য জাপানিজ ওয়াইফ’, ‘15 পার্ক অ্যাভিনিউ’-এর মতো সিনেমা। এই তালিকা আরও দীর্ঘ। কিন্তু সম্পাদক-অভিনেত্রী অপর্ণা সেন নিয়ে যত-না কথা হয়েছে এতকাল, আড়ালে থেকে গেছে তাঁর পরিচালক-সত্তা। এই সাক্ষাৎকার আলো ফেলবে তাঁর সৃষ্টিশীলতার এই দিকটিতে। ডাকবাংলা.কম–এর তরফে, অপর্ণা সেন–এর সঙ্গে কথা বললেন সঞ্চারী মুখোপাধ্যায়।



