শাশ্বত চট্টোপাধ্যায় ভারতীয় বাংলা চলচ্চিত্র এবং টেলিভিশনের একজন অভিনেতা। পাশাপাশি হিন্দি চলচ্চিত্রেও অভিনয় করেছেন। সমরেশ মজুমদারের ‘কালপুরুষ’ অবলম্বনে শৈবাল মিত্র নির্মিত ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে চিত্রজগতে প্রবেশ করেন। সন্দীপ রায়ের পরিচালনায় ফেলুদা ধারাবাহিকে তিনি তোপসে চরিত্রে অভিনয়ের মাধ্যমে বিখ্যাত হন।