লেখক, সাংবাদিক। দীর্ঘদিন 'আজকাল' পত্রিকার সঙ্গে যুক্ত। তাঁর 'আমার যা আছে', 'ঝিলডাঙার কন্যা'. 'চাঁদ পড়ে আছে'. 'রূপোর খাঁচা' বিখ্যাত বই। পেয়েছেন বাল সাহিত্য আকাদেমি-সহ নানা পুরস্কার। তাঁর কাহিনি অবলম্বনে তরুণ মজুমদার 'চাঁদের বাড়ি', 'ভালবাসার বাড়ি' প্রভৃত ছবি নির্মাণ করেছেন।