রূপম ইসলামের নতুন ধারাবাহিক উপন্যাস : শব্দ ব্রহ্ম দ্রুম
সব্যসাচী সান্যাল
সব্যসাচী সান্যাল পেশায় আণবিক জীববিজ্ঞানী। বেড়ে ওঠা মূলত বাংলার বাইরে, তবুও কিছুটা বোলপুর— যা শান্তিনিকেতনের দিকে তাকিয়ে উদ্বেগময় তাকিয়ে থাকে— লেখালিখি করতে খোঁচায়। আর ভিনপ্রদেশের লোকেল, আমপরিবেশ, বিচিত্র শখ-শৌখিনতা। এটুকুই।