দিলীপ কুমার ঘোষ
- দিলীপ কুমার ঘোষের পেশা শিক্ষকতা। নেশা বইপড়া, ক্রিকেট, সিনেমা, ক্যুইজ। ‘সুখপাঠ’, ‘উদ্ভাস’ পত্রিকায় রম্যরচনা; ‘জলফড়িং’ পত্রিকায় কিশোর গল্প এবং ‘বাংলা লাইভ.কম’-এ শিশুতোষ গল্প ও ছড়া প্রকাশিত। হাস্যরসাত্মক গল্পগ্রন্থ ‘হরেক রকম হাসি’-র অন্যতম গল্পকার।
পৃষ্ঠা of (1 posts)
Rate us on Google Rate us on FaceBook