

চোখ-কাল খোলা: পর্ব ৫
‘নতুন ভারতের নতুন সরকার কিন্তু বদলে দিল পরিস্থিতি। যা হত, তা হত। নয়া ভারত আর চলতি পরিস্থিতি নিয়ে আগের মতো করে কথা বলবে না। বরং তা গোড়ায় গলদ খুঁজবে। তা কথা বলবে ইতিহাসের ভুলভ্রান্তি নিয়ে। ইতিহাসই নিয়ন্ত্রণ করবে বর্তমানকে।‘’ চোখ-কাল খোলা। পর্ব ৫…