Hunger সম্বন্ধে খুঁজে পাওয়া লেখাগুলি

Representative Image
সঞ্চারী মুখোপাধ্যায়

অনাহারের অঙ্ক

‘অনেক মা-বাবা খিদেয় কাঁদতে থাকা বাচ্চাকে শুধু গল্প বলছেন— ‘আজ কেন খাওয়া হবে না।’ গত চারমাস গাজায় কোনও ত্রাণ সামগ্রী ঢোকেনি। যেটুকু ঢুকছে, তাও কড়া-হাতে নিয়ন্ত্রণ করা হচ্ছে। খাবার নিতে লাইন দেওয়া, হুড়োহুড়ি-করা মানুষগুলোর উপর প্রায়ই গুলি চলছে। গাজায় তৈরি করা হল ম্যানমেড দুর্ভিক্ষ!’