
শিল্প, রাজনীতি আর ‘মেফিস্টো’
একজন শিল্পী যখন রাজনীতির কথা বলেন, তখন শিল্পের নিজস্ব যে গুণ— তা পরতে পরতে ছড়িয়ে থাকে। তবেই সেটা সঠিক রাজনৈতিক-শৈল্পিক উচ্চারণ। বর্তমানে সাম্প্রদায়িকতা আর স্বৈরতন্ত্র যেভাবে আমাদের সময়কে তছনছ করে চলেছে, ‘মেফিস্টো’ তার বিরুদ্ধেই এক প্রতিবাদ।













