

একটা গল্প, একটা গান ১৭
আলিবাবা ও মর্জিনা ৪০ চোরের মৃতদেহ বাড়ির সামনে পুঁততে গিয়ে ধরা পড়ে গেল। তারপর রাজ্য জুড়ে হইচই, মর্জিনার আকাশছোঁয়া প্রশংসা। তার মধ্যেই নিন্দে শোনা গেল, মর্জিনাকে খুনি ও আলিবাবাকে চোর বলা হতে লাগল। আর গানটায়, ট্রামলাইন থেকে বৃষ্টি কুড়িয়ে দেখা গেল, তা আসলে ভগবানের দেওয়া গালাগাল।