উজ্জ্বল চক্রবর্তী লেখক, অঙ্কনশিল্পী, শিক্ষক, গবেষক। দীর্ঘদিন ধরে সত্যজিৎ-চর্চায় নিজেকে যুক্ত রেখেছেন। ‘সন্দেশ’ পত্রিকার শিল্পী ও অক্ষর-ডিজাইনার হিসেবে কাজ করেছেন টানা ২০ বহর। অপর্ণা সেনের দুটি কাহিনিচিত্রে তিনি ছিলেন ইতিহাসের গবেষক ও আর্ট ডিরেক্টর। সুইডেনে রবীন্দ্রনাথ ও সত্যজিতের প্রথম যুগ্ম প্রদর্শনীর কিউরেটর। ‘দ্য ডিরেক্টরস মাইন্ড’ বইয়ের জন্য ২০১০ সালে জাতীয় পুরস্কারে সম্মানিত হন।