বর্তমানে ক্রিয়া ইউনিভার্সিটি-তে স্কুল অফ ইন্টারওভেন আর্টস অ্যান্ড সাইন্সেস-এ অধ্যাপক। দিল্লির আম্বেদকর বিশ্ববিদ্যালয়ের স্কুল অব লেটারস-এর প্রাক্তন অধ্যাপক। পড়াশোনা কলকাতার সেন্ট জ়েভিয়ার্স কলেজ, দিল্লির জওহরলাল নেহরু ইউনিভার্সিটি ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ও ফিল্ম স্টাডিজ় বিভাগে। প্রকাশিত বই 'উত্তম কুমার: আ লাইফ ইন সিনেমা' (২০২১)। সিনেমা, রাজনীতি আর সংস্কৃতির বিভিন্ন গতিপথ নিয়ে দেশি ও আন্তর্জাতিক পত্রিকা ও জার্নালে নিয়মিত লেখালেখি করেন।