সঞ্জীব চট্টোপাধ্যায় ছোটগল্পকার, ঔপন্যাসিক। পাশাপাশি তাঁর লেখা নানান রঙ্গব্যঙ্গধর্মী রচনা, তাঁকে জনপ্রিয় করে তুলেছে। প্রথম উপন্যাস ‘পায়রা’ প্রকাশিত হয় ‘দেশ’ পত্রিকায়। তাঁর উল্লেখযোগ্য রচনা : ‘লোটাকম্বল’, ‘শ্বেতপাথরের টেবিল’, ‘শ্রীকৃষ্ণের শেষ কটা দিন’, ‘মাপা হাসি চাপা কান্না’ প্রভৃতি। সাহিত্যকৃতির জন্য পেয়েছেন আনন্দ পুরস্কার ও সাহিত্য অকাদেমি পুরস্কার।