প্রতীক দত্ত অভিনেতা, চিত্রনাট্যকার, অনুবাদক। বর্তমানে ‘হাতিবাগান সঙ্ঘারাম’ নাট্যদলের একজন। ‘রাজরক্ত’, ‘বল্লভপুরের রূপকথা’, ‘তাসের দেশ’ ইত্যাদি মঞ্চ নাটকে অভিনয়ের সাথে ইদানীং ক্যামেরার সামনেও কর্মরত। তাঁর অনুবাদ করা নাটক, ‘বেরোবার পথ নেই’ (‘No Exit’, Jean Paul Sarte), ‘বুটিক’ (‘The Collection’, Harold Pinter), ‘তবে তাই’ (‘It is So, if You Think So’, Luigi Pirandello) ইত্যাদি। মৌলিক রচনা, ‘মালকোষ’। সম্প্রতি ‘Macbeth’-কে ভিত্তি করে একটি বাংলা ওয়েবসিরিজের চিত্রনাট্য লিখেছেন তিনি।