কে জি সুব্রহ্মণ্যন (১৯২৪-২০১৬) ভারতীয় শিল্প ইতিহাসে অনুপ্রেরণাময় এক ব্যক্তিত্ব, শিল্পী এবং শিল্প-শিক্ষক। ‘বেঙ্গল স্কুল’-এর স্বর্ণযুগে ছাত্র থাকাকালীন পেয়েছিলেন নন্দলাল বসু, বিনোদবিহারী মুখোপাধ্যায় এবং রামকিঙ্কর বেইজ-এর মতো শিক্ষকের সান্নিধ্য। তাঁর নিজস্ব চিত্রকলায় গভীর প্রভাব ফেলেছিল কেরালা, বঙ্গ এবং উড়িষ্যার লোকশিল্প। পদ্মশ্রী (১৯৭৫), পদ্মভূষণ (২০০৬), পদ্মবিভূষণ (২০১২) ছাড়াও আরও একাধিক পুরস্কারে সম্মানিত হয়েছেন।