লেখক, গবেষক। নতুন প্রজাতির ব্যাকটেরিয়া Bacillus sp. KM5 এর আবিষ্কারক। বর্তমানে ধান্য গবেষণা কেন্দ্র, চুঁচুড়ায় বৈজ্ঞানিক পদে কর্মরত এবং হাবড়া মৃত্তিকা পরীক্ষাগারের ভারপ্রাপ্ত আধিকারিক। 'কমিকস ইতিবৃত্ত', 'হোমসনামা', 'তোপসের নোটবুক ', 'সূর্যতামসী', 'আঁধার আখ্যান', 'নীবারসপ্তক', 'অগ্নিনিরয়' প্রভৃতি বইয়ের লেখক।