জয়জিৎ লাহিড়ী, পেশায় সরকারী আধিকারিক, নেশায় লেখক। মূল পরিচিতি বাংলা ব্যান্ড "গড়ের মাঠ" এর গীতিকার হিসেবে। লিখেছেন অল্প কিছু গদ্য, বিভিন্ন পত্র পত্রিকায়। ছোটদের জন্য লেখা নভেলা " শিকড়ে লাগা মাটি"। অনুবাদ গ্রন্থ " পুরনো তোরঙ্গ"। প্রকাশিতব্য সংকলন " শহরের উষ্ণতম দিনে "। ভালবাসেন বেড়াতে ও আড্ডা দিতে।