জন্ম ২ জানুয়ারি ১৯৬৭, পশ্চিমবঙ্গের হুগলি জেলার ধনিয়াখালি গ্রামে। কবিতার জন্যেই তাঁর বেঁচে থাকা। উদ্দেশ্যহীন পথচলা তাঁর কাছে নেশার মতো। এই পৃথিবীতে রেলস্টেশনই তাঁর বসবাসের একমাত্র জায়গা বলে তিনি মনে করেন। একান্ত ইচ্ছা, মধ্যরাতে একটি অসমাপ্ত দীর্ঘকবিতা নিয়ে অরণ্য এবং নির্জন দ্বীপে চিরকালের জন্যে হারিয়ে যাওয়া। সম্পাদিত পত্রিকা : ছায়াবৃত্ত। প্রকাশিত কবিতার বই : তুমি অনন্ত জলধি, মধ্যরাতের সংলাপ, জানলা সিরিজ, অস্বীকারের অসৌজন্যে উড়ে যাবে আকাশ, হৃদয়ের নির্জন বাঁশির সান্ধ্যভ্রমণ, পাখি রঙের আকাশ, রোদে ভাতের আলপনা।