গণেশ হালুই আধুনিক ভারতীয় চিত্রকলার একজন বিশিষ্ট শিল্পী; লেখক, শিল্পচিন্তক। অ্যাবস্ট্র্যাক্ট এক্সপ্রেশনিজমে নিজস্ব শিল্পধারা অব্যাহত রেখে বহুকাল কলকাতার গভর্নমেন্ট আর্ট কলেজে শিক্ষকতা করেছেন। দেশভাগের যন্ত্রণা ব্যক্ত করেছেন তাঁর অসামান্য কাজে, যার ভিত দেশেরই মাটিতে; তার রং, আলো, শূন্যতার পারস্পরিক ক্রিয়ায়।