একান্ত সিংহ পাশ্চাত্য ক্লাসিকাল গিটারবাদক, গীতিকার, শিক্ষক; দুই দশকের কিছু বেশি সময় ধরে কলকাতার সঙ্গীতজগতে উজ্জ্বল নাম। বহু জাতীয় এবং আন্তর্জাতিক স্তরের প্রতিযোগিতায় সফল একান্ত ক্যালকাটা স্কুল অফ মিউজিক-এর পাশ্চাত্য ক্লাসিকাল বিভাগের অধ্যক্ষ ছিলেন, বর্তমানে স্বাধীন শিক্ষক। বাংলা চলচ্চিত্র জগতে সঙ্গীত রচনা করেছেন জ্যেষ্ঠ্যপুত্র, কন্ঠ, নির্বাসিত, ফড়িং-এর মত ছবিতে।