
ঘ্যান এবং ঘ্যান : মধ্যবিত্তের কাঁদুনি
মধ্যবিত্ত মানেই কি ছিঁচকাঁদুনে, ঘ্যানঘ্যানে একটা শ্রেণি? নাকি এর বাইরেও তার আলাদা কোনও দর্শন আছে? এই আলোচনায় সেসব প্রসঙ্গই বিশ্লেষণ করলেন লেখক-সাংবাদিক রঞ্জন বন্দ্যোপাধ্যায়, লেখক প্রচেত গুপ্ত এবং অভিনেতা ঋদ্ধি সেন। সঞ্চালনায় শিশির রায়।