চিরদীপ চৌধুরী ‘আ ভিলেজ ইন বেঙ্গল: ফোটোগ্রাফস অ্যান্ড অ্যান এসে’ বিখ্যাত বইটির রচয়িতা। কিছুদিন আগে পর্যন্ত তিনি ‘ন্যাশনাল জিওগ্রাফিক ট্র্যাভেলার’ এবং ‘টাইমআউট’ পত্রিকার ভারতীয় সংস্করণের ডিজাইন ও ফোটোগ্রাফি বিভাগের প্রধান ছিলেন। তিনি থাকেন মুম্বইতে, সেই শহরের নানা আশ্চর্য দিক নিয়ে তাঁর কিছু উল্লেখযোগ্য কাজ হল ‘বম্বে ক্লকস’, ‘দ্য ওয়ান-রুপি অন্ত্রপ্রনর’, ‘দ্য কমিউটারস’, ‘ইন দ্য সিটি, আ লাইব্রেরি’।