অনিরুদ্ধ ভট্টাচার্য
আইআইটি খড়গপুরের প্রাক্তনী। পেশাগতভাবে এসএপি কনসালট্যান্ট। নেশায় সংগীতকার ও চলচ্চিত্র-সংগীত ঐতিহাসিক। 'আরডি বর্মন, দ্য ম্যান, দ্য মিউজিক' ও 'কিশোরকুমার: দ্য আল্টিমেট বায়োগ্রাফি'-র জন্য জাতীয় স্তরের পুরস্কার পেয়েছেন ২০১২ সালে ও ২০২৪ সালে। বিশেষ একটি কাজের জন্য পেয়েছেন মামি পুরস্কারও। অন্যান্য বইগুলি 'এসডি বর্মন, দ্য প্রিন্স মিউজিশিয়ান' প্রভৃতি। যে কাজটি নিয়ে তাঁর নিজের অকুণ্ঠ ভালবাসা, সেটি বাসু চ্যাটার্জিকে নিয়ে, বইটির নাম 'বাসু চ্যাটার্জি, অ্যান্ড দ্য মিডল অফ দ্য রোড সিনেমা'। সপরিবার থাকেন কলকাতায়।