এব্রাহাম মজুমদার সুরকার, কন্ডাকটর, পিয়ানোবাদক, বেহালাবাদক; বাংলা গানের অন্যতম ব্যান্ড মহীনের ঘোড়াগুলির প্রতিষ্ঠাতা সদস্য এবং পাশ্চাত্য শাস্ত্রীয়সঙ্গীতের জগতে সুপ্রতিষ্ঠিত শিক্ষক, বর্তমানে নিজস্ব পাশ্চাত্য সঙ্গীত অ্যাকাডেমির প্রাণপুরুষ। সঙ্গীত শিক্ষকতা করেছেন ক্যালকাটা বয়েজ স্কুল এবং লা মার্টিনিয়ের ফর বয়েজ স্কুলে, তৈরি করেছেন নিজের অর্কেস্ট্রা 'লা অ্যাতেলিয়র দে মিউজিক'। পাশাপাশি, মৌলিক বাংলা গানের ক্ষেত্রে যুক্ত থেকেছেন মহীনের সঙ্গে।