মানুষ বনাম মেশিন-এর লড়াইয়ে কে জিতবে তার রায় সময় দেবে। তবে পাল্লা ভারী মেশিনের দিকেই; অন্তত ‘ম্যাকি’ তো তাই বলছে! অনুপম রায়ের কলাম ‘ম্যাকি’ আত্মপ্রকাশের পরেই পাঠকমহলে বিপুল জনপ্রিয়তা পেয়েছিল। কিন্তু হঠাৎ ‘ম্যাকি’ কেন? তার শুরুই বা কোথায়?
স্রষ্টার নিজের কথায় ‘২০২০-তে ডাকবাংলা শুরু হওয়ার সময়ে আমাকে নিয়মিত কলাম লিখতে বলা হয়। আমি ভাবলাম ম্যান ভার্সেস মেশিন নিয়ে লিখলে কেমন হয়? এদিকে আমি নিজে মানুষ, তাহলে কথা বলব কার হয়ে? ঠিক করি আমার ল্যাপটপের হয়ে গলা ফাটাব। সঞ্চারীদি এবং চন্দ্রিলদা অ্যাপ্রুভাল দিয়ে দিল। আমার ল্যাপটপের নাম রাখলাম ম্যাকি (যেহেতু ম্যাকবুক) আর শুরু করে দিলাম কলাম।
কলামের মূল বক্তব্য, মানুষ মেশিনের কাছে কিছুই নয়। দু-দিন বাদেই মেশিন এসে আমাদের এই পৃথিবী থেকে বিদায় করবে। ম্যাকি (মেশিন জাতির প্রতিনিধি) প্রতিটা লেখাতে প্রমাণ করতে থাকে আমরা মানুষেরা কতটা বোকা, পাতি এবং অপদার্থ। কলাম নিয়মিত চলতে থাকে। প্রথম দশটা কলাম নিয়ে দে’জ থেকে বের হয় ‘ম্যাকি’ ১, ২০২২ সালের বইমেলাতে।
এবার ২০২৪ বইমেলা। আসছে ‘ম্যাকি’ ২। ‘ম্যাকি’তে মোট ২৭টি লেখা আছে। প্রথম ১০টা বাদ দিলে বাকি ১৭টা নিয়ে তৈরি হচ্ছে এই বই। ধন্যবাদ আজকাল পাবলিশার্স-কে।’
বইটি উৎসর্গ করা হয়েছে দেবাশিস বর্মণ-কে।
আন্তর্জাতিক কলকাতা বইমেলায় সংগ্রহ করুন ‘ম্যাকি’ ২। পাওয়া যাচ্ছে আজকাল প্রকাশন-এর ২৩১ নম্বর স্টলে।