Women cricket সম্বন্ধে খুঁজে পাওয়া লেখাগুলি

সোমক  রায়চৌধুরী

‘নিছক আগ্রাসী নয়’

টিম স্পিরিটের প্রশ্নে বলব, এই বিশ্বকাপে সাফল‍্যের পিছনে বড় ভূমিকা রয়েছে এই টিম স্পিরিটের। তিনটে ম‍্যাচ হারার পর প্রচণ্ড চাপে পড়ে গিয়েছিল টিম। তখন আমরা একে-অপরের পাশে থেকেছি প্রবলভাবে; দোষারোপ করিনি কাউকে। বিশ্বাস ছিল যে, দু’বছরের মেহনত বৃথা যাবে না। তাই ওই জায়গা থেকে ঘুরে দাঁড়িয়ে ফাইনালে উঠতে সক্ষম হই।