
‘নিছক আগ্রাসী নয়’
টিম স্পিরিটের প্রশ্নে বলব, এই বিশ্বকাপে সাফল্যের পিছনে বড় ভূমিকা রয়েছে এই টিম স্পিরিটের। তিনটে ম্যাচ হারার পর প্রচণ্ড চাপে পড়ে গিয়েছিল টিম। তখন আমরা একে-অপরের পাশে থেকেছি প্রবলভাবে; দোষারোপ করিনি কাউকে। বিশ্বাস ছিল যে, দু’বছরের মেহনত বৃথা যাবে না। তাই ওই জায়গা থেকে ঘুরে দাঁড়িয়ে ফাইনালে উঠতে সক্ষম হই।



