

মেঘ ভাঙা ‘বিপর্যয়’
‘…পাথর ক্ষণভঙ্গুর হচ্ছে বছরের পর বছর। মেইন সেন্ট্রাল থ্রাস্ট জোনে গ্র্যানাইটের আশেপাশে থাকা এই ক্ষণভঙ্গুর পাহাড়ি পাথুরে অঞ্চলে, বিশেষ করে বৃষ্টির সময়ে ধস, ভূমিক্ষয় ক্রমশ বাড়ছে, তৈরি হচ্ছে বিপজ্জনক ইকো-সেনসিটিভ জোন…’ ধারালিতে মেঘ ভাঙা বৃষ্টি বিষয়ক বিশেষ নিবন্ধ…