Bengali Cinema. Bengali Literature সম্বন্ধে খুঁজে পাওয়া লেখাগুলি

Scene of Jhinder Bandi
ঋকসুন্দর বন্দ্যোপাধ্যায়

‘সমবেত প্রতিদ্বন্দ্বী’

‘‘‘ঝিন্দের বন্দী’ সিনেমার শক্তি কেবল গল্প বলার ভঙ্গিতেই নয়, বরং তার চরিত্র নির্মাণে, দৃষ্টিভঙ্গির নাটকীয়তায়, এবং সর্বোপরি দুই তারকার অভিনয়-দ্বৈরথে নিহিত। উত্তমের ব্যক্তিত্ব ছিল নিঃসন্দেহে রাজকীয়— তাঁর গলার স্বর, শারীরিক ভঙ্গি, চোখের ভাষা, সবই যেন ক্যামেরার জন্য জন্ম নেওয়া।’’