সুদীপ্ত চক্রবর্তী কবি, গদ্যকার। এছাড়া মাঝেমধ্যে ছোটগল্প লেখেন, অনুবাদ করেন। এখনও পর্যন্ত তাঁঁর চারটে কবিতাবই প্রকাশিত হয়েছে। জটিল তত্ত্বকথাকে আমল দেন না, বরং চব্বিশ ঘণ্টা হাহাহিহি করে সময় কাটাতে ভালোবাসেন। কফি হাউস তাঁর দ্বিতীয় বাড়ি। বিশ্বাস করেন, মনে জোর থাকলে যা-খুশি করে ফেলা যায়। অনেক নেশার মধ্যে কয়েকটা হল : বই পড়া, ঘুরে বেড়ানো, অফিস কামাই করা ইত্যাদি।