
কবির সঙ্গে দেখা: পর্ব ১৭
পঁচিশ বছরের পুরনো একটা প্রেমের কবিতার সংকলন। যেখানে কখনও অনাবিল আটপৌরে বয়ানে উঠে এসেছে ভালবাসার কথা, তেমনই কোনও কবিতার মধ্যে দিয়ে উচ্চারিত হয়েছে তারুণ্যের আবেগপূর্ণ প্রেম। নীরেন্দ্রনাথ চক্রবর্তী, বিনয় মজুমদার, কবিতা সিংহ প্রমুখের কবিতা রইল এই পর্বে।












