সর্বানন্দ চৌধুরী
সাহিত্যের অধ্যাপক ও সংগীতগবেষক। প্রাচীন বাংলা গানের একাধিক সংকলন সম্পাদনা করেছেন। সংগীতশিক্ষা প্রথমে পিতা দিলীপকুমার চৌধুরী এবং পরে জ্ঞানপ্রকাশ ঘোষ ও সরোদিয়া শ্যাম গঙ্গোপাধ্যায়ের কাছে। তাঁর কয়েকটি বই (সম্পাদনা-সহ)-‘সঙ্গীতকল্পতরু’, ‘বাঙালির গান’ (সহযোগী সম্পাদক) ‘রামপ্রসাদী’, ‘সঙ্গীতবিজ্ঞান-প্রবেশিকা ১ : রবীন্দ্রপ্রসঙ্গ’, ‘গানের বইয়ে রবীন্দ্রনাথের গান’, ‘গোধূলির পতঙ্গেরা: রবীন্দ্রনাথ ও কবিগান’, ‘বিবেকানন্দ নিবেদিতার রামপ্রসাদ’, ‘একত্র মিলিল যদি: আলাউদ্দিন ও রবীন্দ্রনাথ’, ‘সংগীতের নৈঃশব্দ্য: শ্রীরামকৃষ্ণ ও শ্রীমা’।