বাংলাদেশের ‘প্রথম আলো’র নির্বাহী সম্পাদক। 'গাণ্ডীব’ নামে প্রভাবশালী ছোটকাগজের অন্যতম সংগঠক। ‘ছুরিচিকিৎসা’ তাঁর কাব্যগ্রন্থ। তাঁর কবিতা একাধিক ভাষার আন্তর্জাতিক সংকলনগ্রন্থে অন্তর্ভুক্ত। ‘রক্ত ও অশ্রুর গাথা’ তাঁর তর্জমায় ফেদেরিকো গার্সিয়া লোরকার কবিতার প্রতিনিধিত্বমূলক সংকলন। টি.এস. এলিয়টের ‘দ্য ওয়েস্টল্যান্ড’-সহ আরও বিচিত্র তর্জমা করেছেন। আরও বই ‘সোলেমানগীতিকা’ এবং ‘নির্ঘুম দ্বীপের পদাবলি’। পশ্চিমবঙ্গ থেকে বেরিয়েছে রণজিৎ দাশের সঙ্গে যৌথ সম্পাদনায় ‘বাংলাদেশের শ্রেষ্ঠ কবিতা’। গদ্যের বই ‘যেখানে লিবার্টি মানে স্ট্যাচু’ এবং ‘ঈশ্বর দর্শন: অবাক থেকে বাক ছাপিয়ে’।