রুদ্রপ্রসাদ সেনগুপ্ত
- রুদ্রপ্রসাদ সেনগুপ্ত অভিনেতা, নাট্য পরিচালক। বিখ্যাত নাট্যদল ‘নান্দীকার’-এর অন্যতম পথপ্রদর্শক। নির্দেশনা দিয়েছেন ‘ফুটবল’, ‘ফেরিওয়ালার মৃত্যু’-র মতো অসাধারণ নাটকে। অভিনয় করেছেন বার্নার্দো বের্তোলুচ্চির ’লিটল বুদ্ধা’ এবং রোল্যান্ড জফ-এর ’সিটি অফ জয়’ ছবিতে। পেয়েছেন সঙ্গীত নাটক আকাদেমি পুরস্কার।
পৃষ্ঠা of (3 posts)
Rate us on Google Rate us on FaceBook