কিশোরবেলা থেকেই ছবি তুলতে পছন্দ করতেন। ‘আজকাল’ পত্রিকার হাত ধরে কর্মজীবনের শুরু। তারপর চিত্র-সাংবাদিক হিসেবে ‘গুজরাট সমাচার’, ‘ইলাস্ট্রেটেড উইকলি অফ ইন্ডিয়া’, ‘বিজনেস ইন্ডিয়া’ ম্যাগাজিনের সঙ্গে দীর্ঘ পথচলা তাঁর। ছবি তোলার নেশায় ঘুরে বেড়িয়েছেন দেশ-বিদেশে। ছবি তোলার পাশাপাশি বহু নাটকে অভিনয়ও করেছেন।