নারায়ণচন্দ্র চক্রবর্তী কলকাতা শহরের অশীতিপর বুক বাইন্ডার। সম্প্রতি অবসর নিয়েছেন। গত কয়েক দশক ধরে অনেক গুরুত্বপূর্ণ বই তাঁর হাতে তৈরি হয়েছে। একদিন বই ফেরি করে শুরু হয়েছিল কর্মজীবন। সেখান থেকে হয়ে উঠেছেন ‘বাঁধাই শিল্পী’। পুরনো বইকে ফের বাঁধিয়ে নতুন রূপ দেওয়া তাঁর কাজের অন্যতম বৈশিষ্ট্য।