মাসায়ুকি ওনিশি বিশিষ্ট ভাষাবিদ, গবেষক, অনুবাদক। কলকাতার সঙ্গে তাঁর সম্পর্ক সেই ১৯৭৬ সাল থেকে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বাংলা ডিপ্লোমা কোর্স শেষ করার পর শান্তিনিকেতনে সঙ্গীতভবনের ছাত্র ছিলেন বছর দুয়েক। জাপানি ভাষায় অনুবাদ করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, মহাশ্বেতা দেবী-র মতো বিশিষ্ট সাহিত্যিকদের একাধিক রচনা।