পশ্চিমবঙ্গের সীমান্ত এলাকাতে শিক্ষকতা করতে গিয়ে সীমান্তজীবনকে খুব কাছ থেকে দেখার ফলে এ-রাজ্যের প্রান্তিক মানুষের যাপনই হয়ে ওঠে লেখার বিষয়। প্রথম বই ‘বর্ডারে মেয়েরা’। অন্যান্য বই: ‘ছোটদের বর্ডার’ ‘বর্ডারের প্রেম’ ‘লেবার ট্রেন’ ‘আহ্লাদীর ছেলের পাসপোর্ট’ ‘বর্ডারে সংসার’। পেয়েছেন দীপক মজুমদার সম্মাননা, সুধীর চক্রবর্তী স্মৃতি সাহিত্য পুরস্কার এবং প্রদীপ কুমার বসু স্মৃতি সম্মান।