লোপা ঘোষ লেখক এবং দ্য টেলিগ্রাফ (T2) এর কলামনিস্ট। তাঁর ‘রিভোল্ট অফ দ্য ফিশ ইটারস’ (হার্পার-কলিন্স) বইটি অত্যন্ত প্রশংসিত। এই বইটির ভিত্তি সাম্প্রতিক পুঁজিবাদের তীক্ষ্ণ চিত্রায়ন, যা প্রতিভাত হয়েছে কালিঘাট থেকে সাইবেরিয়ার তৈলক্ষেত্রকে নিয়ে একটি গল্পের সিরিজে। তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে পড়াশোনা করেছেন এবং বর্তমানে দিল্লিতে স্বাস্থ্য ও উন্নয়ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকায় কাজ করছেন।