দীর্ঘদিন সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত ছিলেন। প্রাবন্ধিক, গদ্যকার। জ্যোতিষ থেকে পঞ্জিকা, পুরনো বিজ্ঞাপন থেকে কলোনির কলকাতা- বিবিধ বিষয় তাঁর লেখায় উঠে এসেছে। তাঁর রচিত বইগুলির মধ্যে 'বোতলের নানাপ্রকার কৌতুক বা পুরানো কলকাতার দোকানদারি আর পণ্য পসরার বিজ্ঞাপন : ওষুধ-আতর-তৈলাদি' বিখ্যাত।