জয়দীপ মিত্র মূলত ফোটোগ্রাফার, ছবি তোলেন বেশি, লেখেন কম। আগে লেখা-ছবির বিষয় ছিল দেশ ও দেশের মানুষের সৌন্দর্য এবং বৈচিত্র, কিন্তু ২০১৪ সালের পর থেকে আগ্রহ তৈরি হয় ক্ষমতার বিরুদ্ধে মানুষের রুখে ওঠায়, অর্থাৎ রেসিস্টেন্সে। এখন এই সময় ও সমাজের ছবি লিপিবদ্ধ করায় মন দিয়েছেন।