জয়ন্ত চক্রবর্তী মুদ্রিত সংবাদপত্র, টেলিভিশন, রেডিও এবং ইদানিং ডিজিটাল মিডিয়ায় সাংবাদিকতা করছেন। ক্রীড়া সাংবাদিকতা থেকে বার্তা সম্পাদনা, বিভিন্নভাবে তিনি যুক্ত থেকেছেন সব মাধ্যমের সঙ্গে। বিদেশে উচ্চতর পাঠ নিয়েছেন সাংবাদিকতার। তিনটি ফুটবল বিশ্বকাপ, তিনটি বিশ্বকাপ ক্রিকেট, ইউরোপিয়ান ফুটবল, এশিয়ান কাপ ফুটবল কভার করেছেন। একসময় ইএসপিএনের হয়ে কলকাতার ফুটবল কভার করেছেন। দূরদর্শন ও রেডিওর নিয়মিত ফুটবল ধারাভাষ্যকার। কভার করেছেন পাকিস্তানের সাধারণ নির্বাচন, বেঙ্গালুরুর মিস ওয়ার্ল্ড কনটেস্ট, ঢাকার সার্ক সম্মেলন সহ শ্রীলংকায় এশিয়া কাপ ক্রিকেট। সেইসময়ই এলটিটিই- র সদর দফতর জাফনায় যাওয়া। আন্তর্জাতিক বহু কভারেজ করলেও কলকাতা ডার্বির রোমাঞ্চ আজও তাড়া করে বেড়ায় তাঁকে।