দীর্ঘদিন যুক্ত ‘সন্দেশ’ পত্রিকার সম্পাদকীয় দপ্তরের সঙ্গে। স্বনামে গল্প-উপন্যাস-প্রবন্ধ এবং পত্রিকার প্রয়োজনে বিভিন্ন ছদ্মনামে (বল বয়, থার্ড আম্পায়ার, প্রবাল সেন, গ্রন্থবিমুখ গোস্বামী ইত্যাদি) লেখেন খেলার খবর, গ্রন্থ সমালোচনা, টুকরো খবর ইত্যাদি। সন্দীপ রায় ও প্রসাদরঞ্জন রায়ের সঙ্গে সম্পাদিত গ্রন্থ ‘সন্দেশের সত্যজিৎ’, ‘সন্দেশ কমিক্স সমগ্র’, ‘সন্দেশ-এর সেরা ভূতের গল্প’ ইত্যাদি।