আবুল বাশারের এ-সময়ের একজন খ্যাতনামা ছোটগল্পকার ও ঔপন্যাসিক। যদিও প্রথম জীবনে তিনি কবিতা লিখতেন। ১৯৭১ সালে প্রকাশিত হয় তাঁর কাব্যগ্রন্থ ‘জড় উপড়ানো ডালপালা ভাঙা আর এক ঋতু’। তিনি ‘ফুলবউ’ উপন্যাসের জন্য পেয়েছেন আনন্দ পুরস্কার। এছাড়াও পেয়েছেন সাহিত্য-শিরোমণি পুরস্কার এবং বঙ্কিম স্মৃতি পুরস্কার।