এ বছর মার্চের ১২ তারিখ থেকে ১২ নং. কুইন্স পার্ক সেজে ওঠে শিল্পী নারায়ণ সিংহ-এর প্রদর্শনী ‘ফায়ারলাইট’-এর আলো-আঁধারিতে। ২০১১-এ প্রদর্শিত ‘দেবী’র পর ১৭৫টি সাইট-স্পেসিফিক ইন্সটলেশন, ড্রয়িং এবং ভাস্কর্য নিয়ে তৈরি ‘ফায়ারলাইট’ নারায়ণের দ্বিতীয় একক প্রদর্শনী; প্রায় এক দশকের শিল্পচিন্তার প্রকাশ। ‘ফায়ারলাইট’ প্রদর্শনী নয়, একটি অভিজ্ঞতা। ১২ নং. কুইন্স পার্ক-এর পরিত্যক্ত অট্টালিকায় নারায়ণের কাজের মূল মন্ত্র বৈপরীত্য। তাঁর শ্রমশিল্প-কেন্দ্রিক শিল্পে পচন এবং বিকাশ, মানবজীবন এবং যান্ত্রিক সমাজ, আভ্যন্তরীণ এবং বাহ্যিক অস্তিত্বের অবিরাম ঘাত-প্রতিঘাতের রূপক উপমা দেখা যায়। ‘ফায়ারলাইট’-এ ব্যবহৃত অধিকাংশ বস্তুই খারিজ হয়ে যাওয়া উপাদান, ফাউন্ড অবজেক্টস (found objects), যা আমাদের বস্তুবাদী প্রয়াস এবং প্রাকৃতিক প্রবণতার সংঘাত অনুসন্ধান করাতে চায়। বিশেষভাবে উল্লেখযোগ্য প্রেমেন্দু বিকাশ চাকীর অসাধারণ আলোকসজ্জা, যা প্রদর্শনীটিতে এক অন্য মাত্রা এনে দেয়। শিল্পীর ভাষায়, ‘ফায়ারলাইট’ মানুষের ভঙ্গুরতার প্রাপ্তিস্বীকার। ভঙ্গুরতার মোটিফ এই প্রদর্শনীতে ঘুরে-ফিরে আসে, তবে তা শুধু মনুষ্যজীবনের পরিপ্রেক্ষিতে নয়— জীবন এবং মৃত্যুর শাশ্বত বৃত্তে। এই প্রদর্শনীর সমস্ত ছবি তুলেছেন শুভময় মিত্র।