কয়েকটি কবিতা
ঝুলন
গোঠে বাজে সাইরেন। ঠোঁটে মরীচিকা।
এ-শ্যাম অন্যায় বড়, হে অপরাধিকা
তোমার রজনী গেল অভিসারে, ত্রাসে
এত নিঠুরতা প্রাপ্য, যারা ভালবাসে?
লিখিও নূতন কাব্য, নায়কবিহনে
বরং পুতুল হোয়ো, পরের ঝুলনে।
সংকলন
পঞ্চাশটি ভালবাসা একত্রে মুদ্রিত।
রচনাকৌশল কিছু আমিও বুঝি তো,
নেড়েচেড়ে দেখি, বটে ভারী কিছু লেখা
বিরহে উপালি যেন। আদরে রেবেকা।
কোনওদিন দেখা হলে নাম লিখে দিও –
পাঠকেরা চিরকালই সংকলনপ্রিয়।
অলীক
বিরহের কারখানা, আদরের ক্ষেত
তোমার শরীর, যেন চিরসোভিয়েত।
আমি দূরাগতপ্রাণ, রুটিপ্রিয়পাখি
অলীকের প্রত্যাশায় বুঁদ হয়ে থাকি।
এবারের শীতে জোর ভালবাসা হবে।
হয় তলস্তয়ে, নয় কালাশনিকভে।
লাবণ্য
হে রেকর্ড, কালো চাকতি, উড়ন্ত, অজানা
তুমি ছিলে কবে থেকে অভিনয়প্রাণা
হাত থেকে পড়ে গেলে ছন্দ ভেঙে গোনে –
জীবনলতা অবনতা তব চরণে।
লাবণ্য কোথায় আর, আনন্দ গর্হিত।
কাল ভোরে চেরাপুঞ্জি যাবেন অমিত।