পরিচালনা — যশ ভার্মা
অভিনয় — সঞ্জয় মিশ্র, নীরজ পরদীপ পুরোহিত, অনুপ্রিয়া গোয়েঙ্কা
চিত্রনাট্য — নীরজ পরদীপ পুরোহিত, পুরুরব রাও
দৃশ্যগ্রহণ — সঞ্জয় মিশ্র
সম্পাদনা — অজয় গুপ্ত
রাজেন্দ্রর স্ত্রী মৃতপ্রায়; কিন্তু তাঁর দায়িত্ব নিতে নারাজ দুই সন্তান। মাসের পর মাস মীরা ও বীরের পথ চেয়ে বসে থেকে রাজেন্দ্র অবশষে নিজের অসুখের ভুয়ো খবর পাঠিয়ে দুজনকে বাড়িতে হাজির করেন। বলেন, এই শেষ। অসুস্থ স্ত্রীয়ের, তাঁর দুই সন্তানের মায়ের সম্পূর্ণ দায়িত্ব সাত বছর ধরে নিতে-নিতে তিনি এই সিদ্ধান্তে পৌছেছেন যে এবার শুধু স্নিগ্ধ, আনন্দের স্মৃতি নিয়ে বেঁচে থাকতে চান; তাঁর স্ত্রীয়ের সুখকর স্মৃতি। তাঁর কাজ শেষ– এবার পালা ছেলে-মেয়ের।
মীরা এবং বীর যখন একে অপরকে দোষী সাব্যস্ত করতে, ঝগড়া করতে ব্যস্ত, রাজেন্দ্র বলেন যে তিনি তাদের মাকে বিষ খাইয়ে দিয়েছেন। সময় আছে মাত্র আট ঘন্টা, এবং সেই সময়ের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে যে সন্তানেরা তাদের অসুস্থ মায়ের দায়িত্ব নেবে, না কি মা’র মৃত্যুই কাম্য। বিষের ওষুধ মীরা এবং বীরের হাতে ধরিয়ে রাজেন্দ্র বাড়ি ছেড়ে চলে যান।
দায়িত্ব, দাম্পত্য, ভালোবাসা, সংসার– টানা-পড়েনের এই অসাধারণ ছোট ছবি পরতে-পরতে খোলে।