
গির্জানগর : পর্ব ১
প্রাথমিক পর্যায়ে বাংলায় রোমান ক্যাথলিকদের নিজস্ব কোনও ‘ডায়োসিস’ বা ‘ধর্মপ্রদেশ’ ছিল না, যার মাধ্যমে বাংলার ক্যাথলিক গির্জাগুলি পরিচালিত হতে পারে। সুদূর তামিলনাডুর মায়লাপুর ধর্মপ্রদেশের অন্তর্ভুক্ত ছিল অবিভক্ত বাংলার সকল ক্যাথলিক গির্জা। ১৮৩৪ খ্রিস্টাব্দে ডায়োসিস বা ধর্মপ্রদেশ হিসেবে পোপ ষষ্ঠদশ গ্রেগরি স্বীকৃতি দেন কলকাতাকে, আর ১৮৮৬ সালে পোপ ত্রয়োদশ লিওর সময়ে কলকাতা হয়ে ওঠে ‘আর্চডায়োসিস’ বা ‘মহাধর্মপ্রদেশ’।




